তার খুব কাছাকাছি আমাদের বসবাস
ঐহিক বাসনায় দৈনিক ব্যস্ততায় কাটে
আমাদের সকাল-সন্ধ‍্যা, দিন, সপ্তাহ, মাস;
অবহেলায় ফুরোয় দিন, বেলা পড়ে পাটে।
অনাহারে কাঁদে তার মার্বেল বাঁধানো দেহ
পাঁচ ওয়াক্ত আযানের সুর ভাসে মিনারে
বিড়ম্বিত ভাগ্য তাই, সে সুর শোনে না কেহ
এভাবেই পৌঁছয় আমরা মৃত্যুর কিনারে।

সামান্য পথ যেন সাত সমুদ্র তের নদী
যাওয়া হয়ে ওঠেনি আর আল্লাহর ঘরে
কোথা অন্ত সফর আমি ভাবতাম যদি,
সময় হতো না ব্যয় ব্যস্ত শহরে-নগরে।
ভোরের পাখির ডাকে ভাঙেনিকো নিঁদ
মুসুল্লি অভাবে কাঁদে ফজরের মাসজিদ।

০৮০৯২০১৯
শিবপুর, হাওড়া।