আমার বন্ধুগুলো বড়ো বড়ো পদে
কেউ কেউ ভেসে গেছে কোন উপনদে
রাকিব এমবিবিএস রইসও তাই
মাসুমের পোস্টিং হাজিপাড়া থানায়
মাহসিন হাইকোর্টে প্রাক্টিসে আছে
সবাই আছে বেশ ভাত আর মাছে
মইদুল অফিসার সারওয়ার নেতা
শাহিদ হয়েছে এক নামি অভিনেতা।
মানুষ হয়নি কেবল একটাই ছেলে
সব অফার দিলো কেন ছুড়ে ফেলে?
ক্লাসের ফার্স্ট বয় হলো না মানুষ
মেধা যা ছিল তার হয়েছে ফানুস।
কোনমতে মাস্টার অজপাড়াগাঁয়ে
গ্রামের মানুষ কেবল পড়ে তার পায়ে।
হঠাৎ ডাক এলো অক্সফোর্ড থেকে
বন্ধুরা অবাক সব পত্রিকা দেখে।
তুই তো রত্ন ছিলি আমাদের ক্লাসে
সকল বন্ধু তোকে বেশি ভালবাসে
মানুষ না হওয়া ছেলে পরে টাই কোর্ট
মানুষ বানিয়ে দিল তারে অক্সফোর্ড।
সকালে বলল তাহির– গেছে নাকি হুঁস
আমি কি চেয়েছি কখনো হইতে মানুষ?