দেশের হাওয়া, দূর্যোগে ভাই উল্টো পথে ধায়,
ভাবনা সবার ভারত জুড়ে- 'শান্তি কোথা পাই'
পশুর অধিকার দিতে,
মানব প্রাণ কেড়ে নিতে;
তাই তো তারা, মানুষ মারার কড়া আইন চাই৷
বাসায় বসে হিসাব কষি, কি ঢুকেছে ব্রেনে?
মাথার ঘিলু পাছায় নেমে, গরু খোঁজে ট্রেনে
গরু মারার কসাইখানা,
সেইখানেতে নেইকো মানা;
করতে পশুর মাংস পাচার রক্ত বহায় ড্রেনে৷৷
গরুর বিয়ের কাগজ-পাতি চায় যদি কেউ কাল,
দেখবে তারা জন্ম নথি আসল কিংবা জাল
এ সবই হবে দেশের প্রেমে,
শেয়ার বাজার যাক না নেমে;
আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাও চালাতে হাল৷৷
জগৎ জুড়ে হাসির খোরাক হোক না বারংবার,
মাংস খাওয়া নেড়ের ব্যাটা জব্দ খেয়ে মার
এটাই বড়ো উন্নয়ন,
শান্ত তাদের দুনয়ন;
গরুই পারে করতে ভোটের বৈতরনী পার৷৷