ভালোবাসার পান্থশালায় ঢোকা হলোনা
পথিক হয়ে সোজা পথে পা বাড়ালাম
আমার জলন্ত অনুভূতির অঙ্গার
ঢেকে রাখে শ্যামবর্ণা আবরণ ৷
তুমি তো সেই গ্রীষ্মে, আষাঢ়ে
কিংবা পৌষের শীতে হৃদয় নিংড়ে
বের করেছ অদৃশ্য দেহজ উপাদান
রেখেছ বসন্তের মৃত আবেগে ৷

মিলনের মিছে উত্তাপ দেহময়
সময়ের নিষ্ঠুর খেলায় আমি পরাজিত
বিদেশের কোন কামরায় ৷
পাঁজরের বেদনায় এসে গেঁথে অভিমানি অশ্রুদানা,
যা বেরিয়েছিল তোমার ভালোবাসার
ফুলদানী হতে অথবা
প্রেমের রজনীগন্ধার টবে ।

আমি আজও ফিরি পথিকের বেশে
নীল নীলিমার কণা আমার লিলি
আবার ফিরবে কবে ?

৭-৫-২০১৭
কুলগাছি