আমি সহজাত আদি হতে কলের যুগ ছাড়িয়ে,
  নিতান্তই অবহেলা আমার আজকের প্রাপ্তি
            অপরাধের বিপরীতে আমার
                    সবল অবস্থান,
শুধু স্পষ্ট দুর্বোধ্যতায় আমি পাশ্চাত্যের বিরাগভাজন৷

কতকাল ধরে নারীর ভূষণ হয়ে আছি বাংলায়,
     সম্রাজ্যবাদী হামলায় নতজানু বঙ্গভূমি
              সংস্কৃতির আকাশ জুড়ে
                 অকৃত্রিম নির্লজ্জতা,
কেবলই অন্ধঅনুকরণে আমি আজ অস্তিত্বের
                                       মহা সংকটে৷

কোন রকমে টিকেছিলাম যৌনতার কড়াপ্রাচীরে
  সেখানেও পদাঘাত করতে নির্ভীক ফরাসীরা
       সাঁতারে, সমুদ্র সৈকতের বিনোদনে,
               আমার মহা প্রস্থান,
আমি নিস্ফল দৌড়ে মরি, দাড়াই মধ্যপ্রাচ্যের
                                       প্রাক-ইতিহাসে৷

উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে কুক্ষীগত হই ইসলামে,
    হাতে গোনা অনুসারী আমাকে আদরে
       টানে বুকের ভিতর মহাসমারোহে;
                সেখানেও শয়তান
তাড়িয়ে বেড়ায় আমাকে, অধিকারের নামে করে উতখাৎ৷

         আমি লজ্জা বড়ো লজ্জিত তোমাদের
              অযৌক্তিক বিতাড়ন দেখে,
মনে রেখ উন্নতশির, ধ্বংসের অতি নিকটে তোমরা,
           ব্যথাতুর হৃদয়ে বলে যায়—
                  আমি লজ্জা!

২২/৮/২০১৬
   দেবগ্রাম