কুসংস্কারে ভরে আজ উচ্ছনে দেশটা
আমাকে দেখতে হবে সংস্কার শেষটা
শুভকাজে যাচ্ছি তবু কেন পিছুডাক?
তিথি দেখে বের হবো; রাখবো না ফাঁক
কুসংস্কার দূর হবে কে না জানে আর
বের হতে পারিনি, কারণ শনিবার
মঙ্গলে বের হবো মঙ্গলবার দিনে
এসব দেখতে নেব পঞ্জিকা কিনে।
কোন তারিখ ভালো জ্যোতিষশাস্ত্র মতে
জেনে নেব কী লেখা আছে আমার হাতে
একান্ত না হলে পাথর ধরবে বাহু
সব কোপ দূর হবে, গ্রহ কিংবা রাহু।
কুসংস্কার হঠাতে আমার অভিযান
অবিরাম চলবে দেহে থাকলে প্রাণ।

২১০৯২০১৯
কৃষ্ণনগর, স্টেশন