দেহের প্রধান কার্যালয় বিভ্রান্ত বলে শঙ্কিত হ‌ই
কারণ, তখনই দুই ঠোঁটের ফাঁক দিয়ে
নেমে আসে অপরিমিত আবর্জনা।
বাকি জীবন অন্ধকারে হাঁটানোর জন্য
অস্থিহীন অঙ্গ সঞ্চালিত হয় প্রযুক্তির ফলকে।

নাম-ঠিকানা পাশ করে হাজারো বিদগ্ধ জন
যুগের তালে ছোটৈ নৈশ উল্কার মতো
অযথা উপমায় পেট ভরে কালের জনতার
অচেনা স্থলে দৃশ্যমান হয় লজ্জার জলজ স্বর।

আগুন আর স্বপ্ন নিয়ে ভাসমান দাসত্ব
বন্ধক রাখে শৃঙ্গ অর্থে কিংবা অনর্থের মোহে
তারপর ক্লান্তিতে হিসেবের খাতা খোলে
তখন হারিয়ে যায় প্রথম যৌবন, সকালের রোদ্দুর।

০৭০৪২০২০
কুলগাছি