আমার কাছে তো সেই কবিতা
যার ছোঁয়ায় পাতা ঝরে যায়
যার স্পর্শে বসন্ত আসে না ৷
আমার কাছে সেই কবিতা নেই
যার পাঠে মেঠো বালিকার দেহে
ভর করে সৌন্দর্যের সুধা৷
আমি সেই কাব্যকার নই
যার শব্দ গাঁথা সদ্য যৌবনপুষ্ট
পুষ্পের অনিমেশ নেত্র প্রশান্ত হয়৷
কবিতার ভগ্নস্বাস্থ্যে উচ্ছ্বাস নেই
আছে কেবল এক তাজা প্রাণ
খুঁজে যদি পাও তারই মাঝে কোনদিন
বিশ্ববিজয়ের নির্মোহী গান৷