তোমার পুরো বাগানটাই ঘুরে দেখলাম
বর্ণ বৈষম্য বিচিত্র রূপ দিয়েছে মালিনী
পাইকারি ক্রেতার ভিড়েই উঠেছে নিলাম
আমি খুঁজছিলাম এখানে কে মনোমোহিনী?
দৈনিকতার নিয়মে প্রাত্যহিক এজলাসে
আসর বসে। আমি সাধারণ এক মক্কেল;
তাই হয়তো নৈশ রীতি সম্পর্কে মনে আসে
তোমার বাগে থাকতে চাই একটা বিকেল।
নিয়তির পদক্ষেপে কালক্ষেপ ঠিক নয়
তাই তোমাকে আমি একটা কবিতা সাধব
স্পট হিসাবে তোমার বাগানটা মন্দ নয়
তোমার অনেক ফুল নিয়েই মালা গাঁথব।
মালতী কিংবা মাধবীর মতো বিতান চাই
তাঁর মাঝে তোমার ফুল আমার কবিতায়।