আমি সত্যি বলছি—
তোমাকে কবি বলে বিশ্বাস করি ।
প্রেমে পতিত করার কোনো ইচ্ছে নিয়ে
আমি একথা বলছি না
বিশ্বাস করো, আমি সত্যি বলছি ।

বাংলা কবিতায় সামান্য হেঁটেছো
অথচ কাব্যের পথিক হ‌ওয়া আটকায়নি;
আমি জানি না—
কি পরিমাণ কাব্যের স্রষ্টা হলে কবি হ‌ওয়া যায়
কতটা পথ হাঁটলে পথিক
তবে আমি নিশ্চিত জানি—
তোমার কবিতা পাহাড়ের পাঁজর ভাঙে
ঢেউ ওঠে গ্রামের মরা গাঙে ।

আমি সাঁতরায় আমি কাতরায়
হিংসা করি তোমার কাব্য চেতনায় ।

১৭০৯২০২৪
চাপড়া