কবিতাকে ভালো বেসে একদিন
কবিকেও ভালো বেসেছিলাম,
কথা সাজিয়ে আমার নিষিদ্ধ
অন্তরে প্রবেশ করেছিল৷

পৃথিবীতে কদাকার নামে পরিচিত
বস্তুগুলি কবির ছোঁয়ায় সুন্দর হয়ে ওঠে;
আমার অতিপরিচিত কুঁড়েটাও ৷

নিজেকে চিনেছিলাম কবির চরণে;
দীর্ঘ 33 বছর পার করেও
চিনতে পারিনি আমার প্রিয় কবিকে ৷

কবিতা পড়ে ভেবেছিলাম সব ভালোবাসা
আমি পেয়েছি! বিচিত্র শব্দ চিত্র দেখে
সে বিশ্বাস ভেঙে চুরমার;
সেই চূর্ণ বিশ্বাস নিয়ে আমি আজো কবিরই আছি
কবি আমার নেই ৷

১৩০৬২০১৭
দেবগ্রাম