আমরা মেনেছি তাই তুমি বিখ্যাত কিংবা নেতা
আমাদের গ্রহণ করার উপরেই তোমার পরাক্রম;
'খ্যাতির প্রতি নির্লোভী আসলে নিষ্প্রাণ সত্ত্বা'—
কালের দর্শন, যুগের বাণী আর সময়ের বিচার
আবেগের আঁচল টানলে যেটা স্পষ্ট অন্যায়,
তা ন্যায়বৎ মনে হয়; পাশবিকতাও মনুষত্ব হয়,
তাই আবেগ থিতু হলে আমাদের মনে হয়—
তোমার নেতা হওয়া অনিচ্ছায় জন্মের মতো ৷
তোমার হয়তো ভাবার সময় হয়নি, কিন্তু…
পরিবর্তনের সন্ধিক্ষণ আমরা জানি, ওরাও জানে
প্রথমে ব্যর্থ, মাঝে দুষ্কৃতি-সন্ত্রাসী, শেষে নেতা
আর আজ তো হিংস্র জানোয়ার মুখ লুকায় ৷
তোর নেতা হওয়া মূলত আমাদের সম্মিলিত পাপ
আস্তাবলের অবাধ্য ঘোড়ার জন্য ব্যবহৃত কুকুর
পার্থক্য শুধু কুকুর প্রভুভক্ত, তুই কৃতঘ্ন মিথ্যুক
আসলে তোর নেতা হওয়া এক সম্মিলিত আত্মপ্রবঞ্চনা ৷
২৪০৬২০১৮
দেবগ্রাম ৷