মিথ্যা সাজানো বক্তব্যের গহিনে বসে আছে
শয়তানের ডিম। শুধু বলে কিন্তু শোনে না
শয়তান উপস্থিত বিকল কর্নের মাঝে
প্রবেশ করেনি সেথা নাগরিক পরোয়ানা।
বোধহীনতা ভর করে আঙুলের ডগায়
তাই, ভাগ্যের চাকা দৌড়ায় দূর্ভাগ্যের টিকা
এঁকে। অস্ত্রাঘাত পড়ে নিজ সন্তানের গায়
লিখে যায় নিজ হাতে আপনার পাদটিকা।
সব তন্ত্র মিলে গেছে মুখ্য-প্রধান করণে
গরীব-মিসকিন রেখে ধনীকে দিয়ে ধন
ভিক্ষার ঝুলি ভরতে হাত চোরের চরণে
রাখে। তবু বোঝে না যে, ভুলে ভরেছে জীবন
যেভাবে করেছি ক্ষয় আপনার বুদ্ধি-বল
সে অনুপাতে পেতে হবে কৃতকর্মের ফল।