যত নেমে গেছি নিচে কবিতার সিঁড়ি বেয়ে,
প্রতিবার ভিজেছে মন হঠাৎ বৃষ্টির মতো।
প্রতি বাঁকে প্রত্নরমনী; যৌবন ভরা মেয়ে
প্রাণ বিয়োগ করেছে সাধু-সন্যাসী সতত।
কাব্যরস পান করে পরম পবিত্রতায়
যাত্রি ভুলে যায় তার আসল গন্তব্যস্থল,
শব্দ আর ভাব ব্যঞ্জিত কাব্যিক মমতায়
আত্মা ভিজে হয় কংক্রিটের মতো অবিচল।
রমনীয় নারী বৈভব কিংবা মিথ্যা বীরত্ব
কবিতার চরণে গাঁথে শিল্পী কবিতাকার
সাহিত্যের ভূমিতে রেখে যায় অংশীদারত্ব,
অসিঞ্চিত মনে প্রাণ ফেরেনি মৃত আত্মার।
বার বার হেঁটেছে তা‍ওবার কিনারা ধরে
আখেরে উঠতে পারেনি ঈমানের উপরে।

২৯১১২০১৯
চাপড়া