যদি থেমে যাবে তুমি কেন তবে এই সাধনার মেলায়
তবে দেখে নাও জীবন নদীর নাও কালের সাঁঝ বেলায় ৷
যে পণে হাল ধরেছিলে কাল হঠাতে তিমির নিশা
বুকে টেনে তারে প্রেয়সী আধারে দেখাতে আলোর দিশা ৷
প্রতারণা করে আপনারে যে আপনাতেই করে বাস,
দুধ সাদা নিষ্ঠায় যেন পড়ে না তার বিষাক্ত নিঃশ্বাস৷
প্রেম যদি ধরে সরোবর ভরে দৃষ্টি দিও না ভ্রান্তে
ভালোবাসার ফুলদানী হবে তুমি  এই পথেরই প্রান্তে ৷
সুজলা সুফলা উর্বর যে মন তারে বেঁধো না মিছে
কাঁটা ভরা পথ, নিয়েছো শপথ রেখো না তারে পিছে ৷
কোন সে বিজন করিবে সৃজন নয়া কালের দ্রুত শকটে
তুমি মণিহার নিয়ে মহাভার সম্মুখে চলো অকপটে ৷
যা আছে ইথারে সুমুখ পাথারে সবারে করো সচল
জননীর বুক করে ধুকপুক আঁখিযুগল ছল ছল ৷
কান্ডারী তুমি, তাই তুফান চুমি বাইছো সংকট তরী
হে নব যৌবন জাতির ব্যাকবন পার করো আজ ফেরী ৷