যদি জানতাম অজানার গোটা পরিসর
ভেঙে যেত আগেই আমার সাজানো বাসর
বসত না রমনার বটমূলে রঙ্গ আসর ৷
যদি জানতাম কতটা নকল প্রেয়সীর মন
তন্ন তন্ন খুঁজে আনতাম না দুনিয়ার ধন
অনন্ত নয় আমার এ সুখের গৃহকোণ ৷
যদি জানতাম কি হয় ভু-গহ্বর ঘরে
আসত না স্নিগ্ধতট জীবনের বালুচরে
অনিদ্রা অনাহার সাথী হতো ইহকাল ধরে৷
যদি জানতাম স্থান কোথায় পেরিয়ে মরণ
সকাল সন্ধ্যায় খোদার করতাম স্মরণ
জান্নাতের আশা আর নরক মুক্তির পণ ৷
যদি জানতাম এ নশ্বর ধরা মশক ডানা
কত অজানাই হতো বিবেকের বোধে জানা
অন্ধ অজ্ঞান করেছে মোরে কল্যাণ হতে মানা ৷
যদি জানতাম এ অর্থ, জ্ঞান, গৌরবের পিছে
রয়েছে ছলনা, নীরবে শুধু প্রতারণা করিছে
যদি জানতাম আমি পৃথিবীর পুরোটাই মিছে ৷
২৫০৪২০১৮
দেবগ্রাম