সে ভাবত—
তার একগুচ্ছ স্নিগ্ধ ভাবনা
জাগতিক শরীর দিয়ে ঢাকা ।
সময়ের চপলতায় আকাশ স্বপ্ন
ধীরে ধীরে অস্তমিত হয়
বিমুগ্ধ জটিল অববাহিকায়।
বৌদ্ধিক ঘনিষ্ঠতার বিবর্ণে
তার আজকের সন্ধ্যার উন্মেষ ।
সে ভাবে—
প্রগাড় অন্ধকারের দুয়ারে
সে কেবলই এক স্পন্দিত শবদেহ ।
২৪০৪২০২৪
কুলগাছি