চাঁদপুরী চান্দা মাছ আর কুমিল্লার এক ক‌ই
মেঘনা নদীর পানিপথে লাগিয়েছে হ‌ই হ‌ই
চান্দা মাছের স্বচ্ছ দেহ ক‌ইয়ের শরীর কালো
তাই নিয়ে এক দ্বন্দ্ব বিশাল—কার রঙটা ভালো ।

ক‌ই মাছটি বলল চাঁদার— শোন ফিরিঙ্গী তবে
সফেদ রঙের দেমাক নিয়ে দেশ ছাড়বি কবে?
চান্দা বলে ক‌ইকে এবার– 'রয়লা মাছের দেহ'
কৃষ্ণ রঙের শরীরটা তোর ভালবাসে না কেহ।

এমনি করে ঝগড়া শুরু লড়াই করার দায়ে
কাঁটার আঁচড় মারল শুধু একে অন্যের গায়ে
বারম্বারের আঘাত পেয়ে উঠল গায়ের আঁশ
শত্রু সবে বলল—দারুণ! লড়াই বটে সাবাস!

লড়াই খতম, অবাক দেখি জাত্যাভিমান যতো
সব ছেড়ে দে উঠছে ভেসে চিতল মাছের মতো।

২৭১০২০১৯
কুলগাছি