তোমাদের সব প্রতিশ্রুতি মৃত্যুর খুব নিকটে
সেই কবেকার ঢেউ অথচ ঘুম ভাঙেনি কারো
যারা জেগেছিল, তারা মুসাফির;  নতুন শকটে
বিস্ময়ে বলল ইস্তাহার কিভাবে ভুলতে পারো?

একটা একটা করে সাদা সূতী কাপড়় জড়়ানো
শুয়ে আছে ইস্তাহারের বলী হয়ে; দেহ নিষ্প্রাণ
ওদের উত্তরসূরীর অন্তরে কাফন পরানো
মিথ্যার জৌলুস কিছুই নয়, সত্যের অন্তর্ধান।

তোমরা কি জানো অন্ধকারকে কিভাবে ভালোবাসে?
ঘৃণার ইস্তাহারে তাদের মৃত আত্মা রোমাঞ্চিত
হয়। তাদের মিমাংসার সোজা পথ চলে ত্রাসে
মুক্তির পাঠ লেখা পুস্তক বিজাতি রক্তে রঞ্জিত।

যেখানে পথ চলা অবাধ আর অশৃঙ্খলতার
ঠিক তার নিকটেই পড়়ে থাকে এই ইস্তাহার।

২১০৫২০১৯
শিবপুর, হাওড়া