জ্ঞানী বুঝি করেনিকো জ্ঞান বিতরণ
দু-পাতা খুলেই ছুটি করতে মহারণ
সজ্ঞানে অজ্ঞান ভাবি বিদ্যে বড়ো ভারী
চতুর্দিকে ছড়িয়ে দেখি বিদ্যের মহামারী ৷
ভয়ংকরী বিদ্যে ভারে মনে লাগে দোলা
আসলে বুঝেছি হাতে ফকিরের ঝোলা
বেজে ওঠে বারম্বার শূন্য কলস
পারিনি ছাড়াতে আজও হিংসার খোলস ৷
বলেছেন নিউটন ছেড়ে অহমিকা—
বুঝেছি যেটুকু আমি শুধু মরিচিকা
শেখ সাদী জানিয়ে গেলেন শব্দের তানে—
কিছুই বুঝিনি মোর কবিতার মানে ৷
দেরিতে জেনেছি সুধী ভেঙে মোর ধ্যান
বুঝিনি কিছুই আজও এটুকুই জ্ঞান ৷