কীভাবে অচেনা হয় চিরচেনা মুখ
কীভাবে বিবর্ণ হয়ে ভেসে গেছে সুখ
একই বাসায় করে দুই পাখি বাস
কেউ হাসে নিরালায় কেউ ফেলে শ্বাস
পৃথিবীর কোন কোণে থাকে রাতভর
সারাদিন পাওয়া যায় শান্তির ঘর
গুরুজনী গুরুভার খুব বেশি ভারী
ওজন বইতে আজ কতো মহামারি
ভুল যদি করে বসে নাড়িছেঁড়া ধনে
মহাপাপ ঠাওরায় তার গুরুজনে
যুক্তি অহেতুক অধীনস্থদের কাছে
মিছে ব্যথা বুকে নিয়ে গুরুজন বাঁচে
আবেগের কাছে হেরে গেছি বার বার
গুরুজন মেনে ধরা হতে হবে পার।
১১০৫২০২০
কুলগাছি