সামান্য গদ্য দেখে ফিরে যেয়ো নাকো
শতাব্দীর সেরা শব্দগাঁথা পেয়ে যেতে পারো
বার বার ছেড়ে যাওয়া গদ্য কবিতায়
তাই, থেমে যাও ক্ষণকাল অযথায় ।

বার বার স্মৃতি ঘেঁষে বোসো নাকো
বিমোহিত হয়ে যদি থেমে যাও আরশির মুখে
হয়তো হারিয়ে যাবে সৃজনী মানস
মনে হবে বসে কোন তুচ্ছ উপত্যকায় ।

অশিষ্ট নিয়মে শ্রান্ত কতো ক্লান্ত পথিক
নিদ্রার বুকে খোঁজে সেদিনের যাবতীয় সুখ
আমি বলিনি কোথাও ওড়াতে হবে ছায়
বলি দাঁড়াতে ক্ষণকাল কোন গদ্য কবিতায়।

১৯০৩২০২১
হাঁসখালি