ফিতনাটা আজ ছড়িয়ে গেছে বিশ্ববাসীর দরবারে
সত্যটা আজ মিলিয়ে গেছে মিথ্যাবাদীর কারবারে
জাতীয়তার জাত মেরে যায়
অর্থনীতির পাত পেড়ে খায়
সত্যনাশী ভীষণ ভাবে ভর করে সব সরকারে।
য়ুরোপ থেকে আমেরিকা করতে ভ্রমণ নেই মানা
যেখানে যাও পাবেই তুমি জুলুমবাজের কারখানা
আরব ভূমির উপর দিয়ে
বাতাস খেলে মরণ নিয়ে
অন্নবিনা ধুঁকছে মানুষ পায় না খাবার একদানা।
অধর্মকে ধর্ম করে হিংসা দ্বেষে ভর করে
রাজার নীতি রোজ দেখা যায় সন্ত্রাসেরই মন্তরে
ধনী আপন ধনের জোরে
নিয়ম-কানুন ঝোলায় পোরে
গরিব-দুখীর জীবন কাটে বিপদ সাগর সন্তরে।
সকাল বেলা ভাবছে যে জন বাঁধবে একই বন্ধনে
জাগবে সারা দেশের মানুষ প্রাণ ভরা স্পন্দনে
সব সাধনা করেন মাটি
নিজেই ধরেন উঁচিয়ে লাঠি
জীবনটা ফের রাখেন বাজী শোষক মনের নন্দনে।
অবাক করা দিন হলো শেষ মিথ্যে কথার ব্যঞ্জনায়
শয়তানেরা জীবন কাটায় বিনোদনের রঞ্জনায়
ফিতনা ভরা জগৎ মাঝে
অরাজকতা সকাল-সাঝে
আর কতদিন চলবে এদেশ ভ্রষ্টনীতির গঞ্জনায়।
১১০৯২০১৯
শিবপুর, হাওড়া।