#উন্মোচন

দর্পণের তরজমা
অবিকল বিপরীত
চোখের পাতা
কিংবা আঙুলের রেখা।

একটা বিপদ
কখনো অপ্রিয় সত্য
মনের অজান্তেই
সত্ত্বার অনুবাদ করে।



#পরীক্ষা

তোমাদের মুখস্থ করি
স্বত্তা উপুড় করে
বুদ্ধিশালের জ্বালানি
ক্রমশ ফুরিয়ে আসে।

ঐহিক ব্যস্ততা কাটে
অবকাশের প্রান্তে
প্রস্তুতির কপাট বন্ধ
অন্ধকারের মুখোমুখি

সহজ প্রশ্নের মুখে
মনে পড়ে—
এতকাল যা পড়েছি
তাই সিলেবাসে নেই।


#স্মৃতিগন্ধ

একটা স্মৃতির আবির্ভাব
খানিকটা কর্নকুহরে
বাকিটা নাসারন্ধ্রে
হঠাৎই সামনে দাঁড়িয়ে
ভার্সিটির প্রধান ফটক ৷

পুরো ভাবনাটাই গদ্যময়
বাতাস হয়তো বয়ে এনেছে
সত্যি বলছি— আমাদের নাফিস
কোন আতর বিক্রেতা নয় ৷


#শিকার

আমি তীর ছুড়েছি
বারংবার বহুভাবে
ফলাতে বিষ মেশাইনি

আমি বার বার
আহত হতে চেয়েছি
সত্যনিষ্ঠ আঘাতে

ধবধবে সাদা চরিত্রভ্রমে
যারা পথ হারিয়েছে
তোমার তীরের ফলায়
লেখা থাকুক তাদের ঠিকানা।