আমি যখন কলম চালাই
শরতের চাষীর লাঙলের মতো
সফেদ ভুমিতে,
আমার খোলসে বাস কৃশকায়
আত্মীয় বলে----
থামো! ভেবে দেখো;
সেই গৃহের অন্যজন অবিচল
পরিশুদ্ধ জ্বালানি ভরে দেয়
সাহসের ট্রাঙ্কে৷
আমি আবার ফিরি কিছু রসায়ন নিয়ে
উর্বর করি ভূমি জৈব উপায়ে
তার পরেও দ্বিধাগুলি
ভেসে ওঠে সরোবরে
নিজগুণে ৷