রকমারি নীতির রঙে রঞ্জিত সিংহাসনে
পৌছনোর পথ,
কুটকৌশলের পোশাকি নাম কুটনীতি
দেশে-বিদেশে সমাদৃত প্রতারণা ৷
একই পথ ধরে পুরাতন বিপ্লব আজ সন্ত্রাসী
শব্দ ভান্ডারের অর্থ অনর্থ করেনি
প্রয়োগের নিয়মে বদল, করেছে প্রতারণা৷
তাই বেশ্যা তারকা, নোংরামী সাহস
অনিয়ম সুপেয় হলো কোন বিধানে?
তারই সংবিধান রচনায় প্রয়োজন বিপ্লব
পদক্ষেপ করার আগে জেনে রেখো
তোমার এ বিপ্লবের বিকৃত নাম সন্ত্রাস ৷
প্রতারকের রকমারি নীতির সংযোজন
যা বিরোধী তাই সন্ত্রাস ৷