আমরা যদি জেগেই ঘুমায়
জগৎ জীবন ভর
সৃষ্টির শোভা পাহাড় সাগর
নদীর বালুচর
থাকবে সবই লুকিয়ে পড়ে
দৃষ্টির অগোচর।

আকাশ ভরা তারার মেলা
চাঁদনি আলোর রাত
সূর্য কিরণ আড়াল করে
মেঘের যাতায়াত
সবুজ শোভা কেমনে দেখি
না করে দৃষ্টিপাত।

আল্লাহ মহান মহা মহিয়ান
আপন কৃপা মেলে
সৃষ্টি জগৎ সাজিয়েছেন
কত না জীব পেলে
তারই দয়ায় পেয়েছি ঘরে
সোনার টুকরো ছেলে।

তাই, বলছি ওগো বান্দা খোদার
দৃষ্টি করো দান
করুণাধারা তার লক্ষ্য করে
গেয়ে যাও গুণগান
ঈমান-আমল দেবে তোমায়
প্রশান্ত এক প্রাণ।

১৯০৮২০১৯
চাপড়া