কে আছো সুরকার, সুরেরই যাদুকর
ধূলো জমা গানগুলো গেয়ে দাও আজ।
সুরেরই মূর্ছনা না বলা যন্ত্রণা
বেরিয়ে আসে যেন খুলে সব ভাঁজ।
কে আছো সুরকার, সুরেরই যাদুকর
ধূলো জমা গানগুলো গেয়ে দাও আজ।
যুগের হাওয়া চলে নিষেধের বাঁধ গলে
সমাজের মাঝে যেন পড়ে গেছে বাজ
সুস্থ সংস্কৃতি ভালোবাসা প্রেম প্রীতি
সবখানে থাকে যেন শরীয়তী রাজ।
কে আছো সুরকার, সুরেরই যাদুকর
ধূলো জমা গানগুলো গেয়ে দাও আজ।
আঁধারে রঙ ফিরে জীবন নদীর তীরে
আলোকিত হোক ফের তরুণ সমাজ
তোমরা তো বিপ্লবী, যামানার শিল্পী
ফিরিয়ে আনো আবার ইসলামী তাজ।
কে আছো সুরকার, সুরেরই যাদুকর
ধূলো জমা গানগুলো গেয়ে দাও আজ।
২০০৫২০২০