একটু সংকোচ সামান্য বিনয়
তোমাকে পৌছে দিতে পারে শৃঙ্গে
পাথরের গল্প সেখানে ভঙ্গুর
মেঘগুলো আব্বুর আঙুলে থাকত
অন্ত্রের ভাঁজ ভেঙে আসেনি বিজ্ঞান
ওর সত্যের মাপকাঠি আমার মুখ
আমি আজও জানি না এত বিশ্বাস
কীভাবে জমে; নিশ্চয় নীরবে…

জন্মের ইতিহাস দম্পতির লজ্জায়
সে ইতিহাস উলংগ, চায় না জন্ম
তোমার পানপাত্রের শ্যাওলায় লেখা
হয়তো হরফে নয় বা খোদিত শিল্পে
সে আখ্যান লেখা শুধু প্রেমের ফলে
অথবা অযথা সম্মানের বিড়ম্বনায় ৷

'হায়! বন্ধুরা' স্ট্যাটাসেও থাকে ম্যাগমা
ক্ষয়িষ্ণু সে লাভার উত্তাপ খুব কম নয়
একটু দ্বিধা সামান্য প্রতারণা করেছি
আমি নাকি আসমুদ্রহিমাচল শুভ্র ফুল
ও একবারও ভাবেনি, আমার জুতো
পরিধান, বিনয়, সংকোচ এক প্রতারণা ৷

যে কবিতা শুধুই বিনোদনে নির্মিত হয়
তাতে দর্শন খোঁজা উন্মাদের আর এক
সংস্করণ কিংবা আত্মহত্যার প্রয়াস ৷

১৪১০২০১৮
কুলগাছি