সততা ও কুৎসা মিলিয়ে কাব্যকার
ঝলসানো দ্বেষ দেহমনে প্রতিবাদ
উন্নয়নের বুলিতে মিথ্যা স্বপ্ন-স্বাদ
রাজ অলিন্দে অপবির্য রক্ত পাথার৷
অন্ধ কানুন জোরদার পশু মাংসে
রাজধর্ম পাঠ মানব প্রাণ ধ্বংসে
খুন রাঙা পালক শোভে রাজ মুকুটে
শূন্য চিত্ত খায় অপসংলাপ লুটে৷
কত দেহ অসহায় ধৈর্যে অনিবার,
প্রভু তুমি সর্বদর্শী দর্শ তারে পথ
সুস্থির করো শয়তানী বিজয় রথ
তব কল্যাণ মাগি জগৎ পারাবার;
তোমার প্রদীপ জ্বেলে খোদা পুনর্বার
শান্ত করো এ ধরা, তোমারি সংসার৷
__________________________
৯/৪/২০১৭
দেবগ্রাম