আমি যখন দাঁড়াই তার সামনে,
যুগের বিস্ময় চিক্ মিক্ করে আমার দৃষ্টিতে;
কানে বাজে তার নীরবতা, বিদগ্ধ ইঙ্গিত
প্রাণের মাদকতা, মরণের নিঃশব্দ মিনতি
যা ধীর, অচঞ্চলতায় হাটে পথে;
খাদ্য কণা বহন করে উত্তর থেকে দখিনে
দেশে বিদেশে ছড়িয়ে দেয় কল্যাণ,
সফর করে পূর্ব-পশ্চিমে, স্রোতের আবর্তে;
সব দেশে ছোয়া থাকে তার নির্বিষ কল্যাণ৷
( কবিতাটি আরবী সাহিত্যের বিখ্যাত কবি আমিন-আর-রায়হানী রচিত দাজলা কবিতার একটা অংশ৷ কাব্যানুবাদ করেছিলাম৷ কবিদের মতামত আশা করছি৷)