কপাল প্রসন্ন পেয়েছি অনন্য
বার্তা তোমার ভাই,
চন্দ্র বিন্দুর জ্ঞানও সিন্ধুর
আর কোথা বা পাই?
ভার্চুয়াল পথে নিয়ে চলো সাথে
কাঁধে শব্দের বাঁক
পথের বাঁকে সময়ের ফাঁকে
স্তব্ধ করো বাক্ ৷
নয় খুব সোজা শব্দের বোঝা
খোলা ময়দানে বাঁটা
তার চে দুলে হেঁসেলের শিলে
সহজ বাটনা বাটা ৷
কে না জানে বিশ-এর মানে
মান তার যে কুড়ি,
পুষ্প গাঁথতে রাখব মালাতে
ফুটবে যখন কুঁড়ি ৷
বুঝলাম শেষে পোস্টটিতে এসে
চাঁদের ফোটার খেলা,
তুমি মহাশয় বড়ো সদাশয়
সাজাতে শব্দ মেলা ৷
(তুমি সম্বোধন স্রেফ ছন্দের স্বার্থে, একজন বিশিষ্ট লেখকের চন্দ্রবিন্দুর ব্যবহার সংক্রান্ত পোস্টে আমার মন্তব্য)