জুম'আর নামাজ পড়তে খালিদ মাসজিদে গেল
ঢুকতে গিয়ে জুম'আর ঘরে চার দরজা পেল
নাম লেখা নেই একটাতেও, ভাবল খালিদ মনে
এমন কিছু নাম দেব সব জানবে সকল জনে ।
প্রথম দ্বারের নাম দেওয়া হোক বাবে আবু বকর
রসূল প্রেমিক সাধক পুরুষ উম্মাতের-ই ফখর
বাবে উমার নামটি যদি পরের দুয়ার হয়
তাঁর বিশ্বসেরা শাসন নীতির ঘটবে পরিচয়।
তৃতীয় দ্বারে খোদিত হোক উসমান গনির নাম
যিন্নুরাইন জানতো যাকে আরব থেকে শাম
শেষ দরজার নামকরণটা বাবে আলি থাক
আসাদুল্লাহ জ্ঞানের দুয়ার সবাই জেনে যাক।
চার খলিফার চারটি নাম চার দুয়ারে রেখে
খালিদ যেন মহাখুশি নামগুলো সব দেখে।
২৫১০২০১৯
কুলগাছি