ক্যামেলিয়া তুমি কবিতা-নিকুঞ্জে
বোধের বেড়া ঘিরে তুমি ক্ষণপ্রেয়সী
পতিত জমির ছত্র তুমি আসমা
শহর-নগর-গঞ্জ যেখানেই বসি
বাইরে আমি এক কবিতাকার
স্বপ্ন মন্থনে ফিরে আসি বার বার
স্মৃতির মেঘ সরেনাকো মনকানন হতে
একরাশ সংলাপে উথাল-পাতাল
জনারণ্য ব্যতীত ভরা মানস সরোবর ৷

হয়তো আমি নই তব জীবনবল্লভ
হৈমন্তিক সন্ধ্যায় কুয়াশার আভা
ঝাউবীথির মস্তক যেন ফেরে বাল্যে
সাঁঝরী বাজে একাকি অন্তর সাজে
বেজে ওঠে বার বার ক্যারলের সুর
রস-পরিহাসে সিকল পরিয়ে তুমি
দাঁড়াও আমার বাড়ির ফটকে
চেয়ে থাকি হাতে রেখে কঠিন সংযম৷

সাতচারি খেলার দুরন্ত বয়সে ছোঁয়া
ফেলে রেখে এসেছিলাম শৈশব মনে
তবে কেন অনিয়মে তারে করি দর্শন
নিজ হাতে রোপন করছি কি শোকার্ণব?
যদি ভুল করে বাড়িয়ে দিই দুটো হাত
নিষ্ফল হয়ে যেন ফেরে শূন্যতায় ৷

ভালোবাসার মেদভারে নুজ্ব্য হলে
তুমি ঠিক বেয়ে যাবে নাউ ধরে থেকে হাল
প্রেমের শরাব কভু দিয়োনাকো মোরে
জীবন তোমার বহুমূল্যের উচ্চ সোপান
তরঙ্গের কোন খাঁজে হারিয়ে যাবো
আমি সমুদ্র সফেন; অথবা চলতে দিও
স্থল-জল বন-বাদাড়ের নিরন্তর চলা
ভ্রাম্যমাণ প্রকৃতির ক্লান্ত মুসাফির ৷

দূরদেশের পণ্যবাহী আমি সব পসরা
বিকিয়ে রেখে দেবো তোমায় অন্তরপটে
বিমূর্ত সম্পদে ধনী তোমার প্রেমিক
তুমি থেকে যাবে চিরকাল আমার প্রেমিকা ৷

২৩১১২০১৮
চাপড়া