কঠিন ঝড় ঠেলে এসেছে আজো আযানের ধ্বনি
ঠান্ডা ঝড় বৃষ্টির সাথে এসে ভিজিয়েছে ধরণী
ফজরের কানে কানে বলে ঝড় অদম্য সাহসে
ফাঁকা নেই এক তিল এ ভোরের গম্ভীর আকাশে ।
দাবদাহে হাহুতাশ করেছে  এ শুকনো পৃথিবী
বয়েছে বাতাস, ধূলিকণা ও বাদলের যা দাবী ।
অনাবৃষ্টির অম্বরে কেবলই রৌদ্রের প্রতাপ
বর্ষার শুভ সংবাদ এসে দূরীভূত করে তাপ
এনেছে অবিরল বারিধারা সঙ্গে ইয়াস ঝড়
প্রশান্ত চিত্তে তৃপ্ত বদনে ত্রিভুবন সড়গড় ।
ভোরের পবনে ফর্সা গগনে প্রশান্ত আবাহনে
বৃষ্টির ফোঁটা মিশে গেছে বেশ অদ্য ফজর আযানে ।
অজুহাত ফেলে অজু করে ছুটি বৃষ্টিদানা মেখে
ওগো ও রব রেখো এ ভোর আমলনামায় লিখে ।

২৭০৫২০২১
কুলগাছি