কোন অজানা রাজকন্যার কল্পনা
আষাঢ়ের জানালা পথে এসে
আমার মন কেড়ে নেয়৷
দূর অতীতের বানভাসী মুহূর্তগুলো
ভিড় করে একই লোকেশনে৷
ফোটা ফোটা রোমাঞ্চ ঝরে পড়ে
আমার ছোট্ট ভাড়া ঘর পেরিয়ে
কিছু স্মৃতি কিছু অপূর্ণ আকাঙ্খা
শরীর জুড়ে থাকে
মন খারাপের বার্তা নিয়ে৷
বর্ষায় প্রাণোচ্ছ্বল লতাগুলো মহা উল্লাসে
আমার ঘরে উঁকি দেয়
চিন্তার জাল ছিড়ে দৃষ্টি ফেরায়
আকাশের গা জুড়ে আষাঢ়ের মেঘ৷
তোমার প্রস্তাবটা বাধ্য হয়ে ইগনোর করি
কল্পনার প্রতারণা থেকে বাঁচতেই
কল্পনা করি
বৃষ্টির অবিরল ধারা সহায়ক৷
এবার ফিরি আষাঢ়ের বাস্তবে
আমার দৈনিকতার নিয়মে৷