জ্ঞানচর্চার আর কোন মানে হয় না
যা বলা হলো ঐটুকু আমার সীমানা
আজ মন চাই নিশুতি জঙ্গলে বাস করি
অথচ আমরা লোকালয়ে পড়ে মরি।
বনের আরো নিবিড়ে উঁকি মারে নদী
তারই পাড়ে নিঃসঙ্গ গৃহ হতো যদি
গাছের অঙ্গে যদি হতো আমার ঘর
রোশনার সবটাই হয়ে যেতো পর।
ঘোর অরণ্যের বাসনা নিয়ে জীবন
আজ চাই শুধু পর্ণকুটিরে মরণ
গহিন অরণ্যের পাশবিক ঐ ভিড়ে
নিজ মতো যেন বাঁচি আপনার নীড়ে।
পশু-পাখিরে জানাবো মানুষের গুণ
রাজকৃপায় কিভাবে জ্বলছে আগুন।