তোমার অনুভব দিয়ে যদি আঁকো বন্ধুতা
তাহলেই ভেজাবো আমি অনুভূতির খাতা
শান্ত নদী ভালবেসে আজ ভালবাসা হারা
একাকী বৈশালী ধানে স্মৃতিময় স্রোতধারা
ধনাঢ্য প্রত্নচেতনা উর্বশী মনে-মগজে
বন্ধুতা লিখেছো তুমি তোমার শুভ্র কাগজে
প্রতীক্ষা রঙ পাল্টে গভীর অন্ধ কালো বর্ণে
কোন পুণ্যে তোমার ডাক এলো আমার কর্ণে
কত অভিলাষ মৃত্যুর মুখে এখনো বেঁচে
তুমি আসোনিকো প্রিয় তাই যেন মরে গেছে
কত সুরে মথিত তোমার আজকের গান
শীতল আজ কর্ণকুহর জুড়ালো যে প্রাণ
প্রবাসের পর্দা তুলে লিখেছো একটা পাতা
আনন্দাশ্রু সিক্ত করল স্মৃতিলেখা এ-খাতা।

২৮-১১-২০১৯
চাপড়া