সুদর্শন স্বাস্থ্যবাণ চরিত্র দেখে ভেবেছিলাম
অনেক বৃষ্টি আছে৷
অন্তর বোঝাই করে বিশ্বাস রেখেছিলাম৷
প্রদাহের দূর্গন্ধে বুঝলাম এ নগর পবিত্র নয়৷
তার পর থেকে খরার কবলে পড়েছি৷
অনবরত ছুটে যখন পৌছলাম স্বচ্ছ জলাধরে,
আবিষ্কার করলাম;
আমি জলের পাত্র নিতে ভুলে গিয়েছি৷