বহু কেচ্ছায় উর্বর অভিযোগনামা
যদি কখনো মগজে মননে সত্যের
ছোঁয়া লাগে,হিসাব বদলাবে অঙ্কের
কাহিনীর পরতে শত সন্দেহ জমা
তারপরও...
হাঁটতে হয় বকেয়া জীবন যাপনে
প্রমাণহীন সাধুতা মৃতবৎ ভাসে
শুকনো হাসি হৃদয়ের উপহাসে
কুশ্রী প্রতিরূপ দেওয়ালের দর্পণে।
সকালের আশা বাঁচেনি সন্ধ্যা অবধি
মেঘে মেঘে বেলা পড়ন্ত বিকেলে এসে
ঝড় বহিয়া সন্ধ্যায় কালবৈশাখী ত্রাসে
নিরাশার ঢেউ তোলে অশ্রুর জলধি;
অকপটে বলে যায় কপট সংসারে
জেগে ওঠে সত্ত্বা তার নিজ অধিকারে।