আকাশের নীল রঙে অপরিচিত নিশানা
চিহ্নিত বস্তু যেমন‌ই হোক বর্ণ কালো
কেলেঙ্কারী পার হয়ে আর লেখা হয়নি
বিপ্লবের আগে হাঁটতে গিয়ে বুঝলাম
বহু কলমের কালি আসলে নাপাক পানীয়।
পম্পেই নগরী কিংবা ফরাসী বিপ্লব
ভিসুভিয়াস আর অযোগ্য নৃপতিই কারণ;
এসব আমার কথা নয়; বস্তুবাদের তত্ত্ব
তারপর সভ্যতা দৌঁড়াতে দৌঁড়াতে পৌঁছে গেছে
অসভ্যতায় অথবা প্রাচীন পম্পেই নগরীতে।
দর্শনের স্থান আছে, কাল আছে
সত্যের স্থান-কাল-পাত্র নেই; হয় না।
আজ কার্য-কারণের ব্যাখা কিংবা তত্ত্বকথার
গরিষ্ঠ অংশ নাপাক কালির আঁচড়।
আমার তত্ত্বটা হলো— সত্য এড়িয়ে যে তত্ত্ব
তাতে চমৎকারিত্ব থাকলেও বিপ্লব থাকে না।

২২১০২০১৯
ইসলামগঞ্জ