নির্মল প্রশান্ত মন থেকে নিক্ষিপ্ত বাণ
যা থেকে দেহ বাঁচে, বিদেহী অঙ্গ বাঁচে না
সেই সুবর্ণ ভাসমান তত্ত্বে তারা বিধ্বস্ত ৷
যেভাবে, যে সৌষ্ঠবে, দেশ-কাল ক্ষত
তাতে পুঁজ নির্গত হবে, তবে কিসের বিস্ময়?
কঙ্কন পরিহিতার অনাহুত শুভেচ্ছায়
উদগ্র রতী বাসনা নিভিয়ে দেয় সাধকের
সান্ধ্য প্রদীপ ৷
এত বড়ো পৃথিবীটা নিমেষেই ক্ষুদ্র হয়েছে
একটু লুকানোর মতো পরিসরও আকাল—
আত্মায় ভর করেছে আত্মীয়, মুক্ত চিন্তা
আর নৃপতির মৃতসঞ্জীবনী গরল বটিকা৷
সমস্ত অন্তরাল ভেদ্য, কেননা
নিমন্ত্রণে নিষ্ঠার নিটোল প্রতিরূপ,
ভালোবাসার অনন্ত জলরাশি ৷
প্রতীক্ষা গহীন হলে, ফিরে আসার গন্ধে মাতে
কয়েকটা বুনো ফুল রেখে দেয়,
কারণ, অন্তরালে শুয়ে যুগের বিপ্লব৷
০৪০১২০১৮
দেবগ্রাম
(আল-ওয়াদি পত্রিকায় প্রকাশিত)