সকাল হলে হবে
আমরা তো বেশ ঘুমিয়ে আছি
অলস সময় পার করেছি
কাৎলামারার বাবলা তলায়
ঘুমিয়ে ছিলাম কবে?
সকাল হলে হবে
আমার তাতে কি আসে যায়
আকাশ ভেঙে পড়ুক মাথায়
ছাদের কোণায় প্রান্ত সীমায়
ফুলের চারা টবে ।
সকাল হলে হবে
আমার দুপুর সন্ধ্যা বিকাল
সবুজ ঘেরা ঘরের দু-চাল
নিত্য আসে বায়-বাতাসে
চিন্তা কি আর তবে ।
সকাল ঠিকই হলো
সেই সকালের প্রথম আলো
আমার চোখে বেজায় কালো
মৃত্যুপুরীর সব ঘরেতে
কে জ্বালালো আলো ।
সকাল এলো তেড়ে
বিগত মোর অলস সময়
বিতান ভরা সব কিশলয়
কেমন করে কিসের লাগি
কে নিলো সব কেড়ে?
২০০৫২০২১