বহুকাল ধরে বহুজনের সম্প্রীতির বাহক
তোর শ্রেষ্ঠ সীমানার মালিক
পৃথিবীর মানচিত্রে,
উপকারি ভাইরাস ভালোবাসা মিশেছিল
তোর বিচিত্র শরীরের মাঝে
অন্তর আত্মায়৷
ডঃ জেনার, লুইপাস্তরের কালজয়ী গবেষনা
জলাতঙ্ক হবে না আর পড়েছিলাম
কিশোর বেলার পাঠে৷
সময় বেড়েছে কিংবা কমেছে
অতীত হয়েছে কাল
নতুন কুকুরের আমদানী
ব্যর্থ লুইপাস্তরী টিকা৷
সত্য হননে মিথ্যা ভাইরাসে আক্রান্ত
নীল গ্রহের সবুজ মানচিত্র;
সংবাদ বচনে, কলামিস্টের কলমে আজ
হলুদের ঠিকাদার৷
জলাতঙ্ক ভাইরাস আজো দেখি
সম্প্রীতির ঐতিহ্যের গৃহে,
বহন কারী চতুষ্পদ কুকুর নয়
বিষমুখে ছুটেছে সত্যবিলোপের কতক
বিবেকহারা সাংবাদিক৷