আমি আজো বিশ্বাসী বঙ্গভূমির সোনার ছবিতে
যুগান্তরী দেহেও নির্গত ঐতিহ্যের ভালোবাসা
রোপিত হয়েছে মিলন নজরুল আর রবীতে
বিভেদের ঐক্যতান আজ বিধ্বংসী সুরনাশা
নীল নক্সা আঁকে নষ্ট নীচুতার নীরব বরণে
'অবৈধ তরলে তৈরি কাঠামো' অসহায়ের গাল
সম্পর্কের ভগ্ন স্বাস্থ্যে অশ্রু ঝরে অতীত স্মরণে
মিথ্যা মৌসমে মুক্ত ধারায় ভেসে চলেছে কাল৷
তীর্ণ হয়েছে রাজ মূর্তি, কুট কৌশলে অবিচল
বঙ্গবাগীচা সংক্রামিত মিথ্যা ভাইরাস হানাতে
চোখ ফেঁড়ে তাকায় বরিষ্ঠ, দেখে ক্রোধ, পশুবল
প্রলাপ বাক্য নর্তকীর মুখে বঙ্গভূমি জ্বালাতে৷
জ্বালানি হাতে মিছিল করে, পক্ষাঘাতক বিদ্বেষ
দুঃখ ভারে ন্যুব্জ বঙ্গকানন, লজ্জায় অনিমেষ৷৷