আয়াতগুলো আমার বহুবার দেখা
তারপর দুনিয়ার মোহে তাকে ভুলে
জানি না কি যে চেয়েছি দুই হাত তুলে
বিভ্রম অনুভবে শূন্যের চেয়ে একা ।
ইন্দ্রিয় আচারে মনের গহিনে বসে
আঁধারের উষ্ণতা ভেঙে ঊষার আলো
নানা রঙ করে তোলে আরো জমকালো
তবুও ছিটকে আসে তারকারা খসে ।

নিদর্শন দেখে মেনে চলবো নির্দেশনা
এসব ভাবনা শুধু মনের উপরে
অলীক কল্পনা থাকে ধরনীর চরে
তাই আসে অগণিত অসত্য রচনা।
আসমানী আলো আজ খুঁজি কোনখানে?
কোথায় হারিয়ে গেছে আয়াতের মানে?

২০১১২০২৩
কুলগাছি