দর্শনের ঠিক পাশেই অবজ্ঞার বীজ
বহু দার্শনিকের ভিড়ে সে সিঞ্চিত হয়
অনুলিপি হয়ে অবস্থান নেয় চেতনার গর্ভে ।
সাহিত্যের প্রাচুর্যে জন্ম হয় তার
নুড়িপাথরের মন্দ মূল্য কি অবাক করেনি?
প্রয়োজন ছাপিয়ে গেলে আমরা জানি
নৈশ বিছানায় তার বকেয়া আফসোস ।
দর্শন সেই কথা যা বোঝেনি দুনিয়া
কখনো খাতার অহেতুক নানা কথা
হয়ে যাবে তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা।
হাই তোলা দৃষ্টির অবজ্ঞায়
সবচেয়ে ঘৃণিত মুখের প্রতিরূপ
কখনো সুখী প্রেমিকার অসুখী ভালোবাসা।
১৩০১২০২৪
চাপড়া