অশরীরী অঙ্গটা বড়ো অসুস্থ
দৈহিক গঠনে রূপ দেওয়ার ইচ্ছেটা
আর চেপে রাখতে পারছিনা,
ভাববেন না এটা আমার সখ৷
প্রয়োজনের তাগীদেই একথা বলা৷
আরোগ্য লাভের আশায় এ সাহসী ইচ্ছা
চিকিৎসা বিজ্ঞানে অশরীরীর পথ্য অনাবিষ্কৃত
তাই, আমি চাই এর একটা শরীর হোক
বেঁচে থাকার উপাদান নিয়ে গঠিত হোক তন্ত্র
নিউক্লিয়াস সহ সেল থাকুক সেখানে৷
আবিষ্কারটা যুগান্তকারী হবে বিনা প্রশ্নে
কারণ এ অঙ্গের সফল চিকিৎসা আজো হয়নি
আমি চাই বিপাকজাত দূষিত পদার্থগুলো
অপসারিত হোক৷
বিজ্ঞান জানতে পারেনি এ অঙ্গ জারণে
কি উৎপাদিত হয়৷
যে কোষগুলো নিয়ে আমার এতন্ত্রটি জীবিত
সেগুলো মৃতপ্রায়, শুধু পড়ে আছে কার্বন,
তন্ত্রটির বিকলের উপসর্গ নীরব অশ্রুপাত
কখনো ডুঁকরে কান্নার চাপা ধ্বনি,
অনায়াসে কবরযাত্রী হওয়ার বাসনাও৷
আমি আরো কিছু পথ হাঁটতে চাই
শুধু অশরীরী অঙ্গটা হয়তো আর সুস্থ হবে না
কেউ যদি কখনো রক্তাক্ত করার দায় স্বীকার করে
নিঃশর্ত ক্ষমা দুহাত ভরে রেখে যাবো
তবুও ফিরব না, ওদের সোনালী সময়কে কেড়ে নিতে৷
বানভাসী অবকাশ জুড়ে চিন্তার পাহাড়
অশরীরী অঙ্গের ক্ষতটা খুবই যন্ত্রণার
কারণ ওখানে বাস ছিল বেশ কিছু স্বপ্নের৷
০৯০৬২০১৭
দেবগ্রাম