নীল নবক্ষণে আষাঢ়ের দিনে বৃষ্টির দেখা নাহি রে,
ওগো, আজ তোমরা থেকো না ঘরের ভিতরে ৷
       রোদ্দুর মেঘ হতে ঝরে খরতাপ
       আউশের জমি যেন করিছে বিলাপ ৷
কালো-সাদা মেঘগুলো ঘোরে, শুধু বৃষ্টির দেখা নাহি রে,
ওগো আজ তোমরা থেকো না ঘরের ভিতরে ৷

ওই দেখো মেঘ সরিয়ে হাসে নীলাম্বর, লেগে পড়ো সব হালে,
এখুনি ফর্সা হবে মেঘ ঘোমটা সরালে ৷
        ঘরের ভিতর ওগো দেখো দেখি
        বসে ছিল যারা মাঠে গেছে কি ৷
মুনিষদল কি জানি কোথায় সব অকারণ পালালে,
এখুনি ফর্সা হবে মেঘ ঘোমটা সরালে ৷

শোন ওই শুকনো নদীতে একা, বসে কাঁদে মাঝি রে,
খেয়াঘাটে জল বুঝি আজ নাহি রে ৷
        পুব-দখিনে বয় হাওয়া আজ
        নদীতে নেই ঢেউ প্রবাহ সাজ
দরদর ঘেমে বদনখানি ছটপট করে মাঝি রে,
খেয়াঘাটে জল বুঝি আজ নাহি রে ৷

ওগো আজ তোমরা থেকোনা, থেকো না ঘরের ভিতরে,
রৌদ্র-তাপে চাঁদিটা বুঝি গেল ফাঁটি রে ৷
         অনাবৃষ্টির আকাশ অগ্নি ঢালিছে
         মাঠ ছেড়ে চাষীদল ছায়াটা খুঁজিছে ৷
ওগো ছেড়ে গৃহকোণ, চলো বাঁশবন আপন গৃহ ছাড়ি রে,
রৌদ্র তাপে চাঁদিটা বুঝি গেল ফাঁটি রে ৷

২৪০৬২০১৮
দেবগ্রাম৷