আমাদের অতিরিক্ত ঈমানের ফাঁক গলে
ঢুকে পড়ে বিধ্বংসী ফিতনা। নিয়তির লেখা
পাঠ করেনিকো পৃথিবীতে কেউ কোন কালে
ঈমানী রূপ-রস আঙ্গিক যায়নিকো দেখা।

রক্ষিত শস্য দানার মতো ঝিনুকের মাঝে
আসমুদ্র কলঙ্ক থেকে বাঁচে মুক্তার দানা
সকালের ঈমান থাকেনাকো সন্ধ্যার ভাঁজে
অসাবধান মননে এসেছে তাগুতের হানা।

ঈমানের অংসে চড়ে হতে হবে সেতু পার
অকারণে ঈমান ঐশ্বর্য কলমের মুখে
অনর্থ আক্বীদায় ভয় বিশ্বাস হারাবার
স্মরণে রাখি না আমল ঈমানের নিরিখে।

বিমূর্ত সম্পদ দামী কবর-হাসর-পুলে
অমূল্য ঈমান আজ ফিতনার ডালে ঝুলে।

১৬০৬২০১৯
শিবপুর, হাওড়া